Wednesday, January 27, 2010

ভালো থেকো হারানো কান্না

শেষঅব্দি আবেগ বাড়ালাম কপালে হাত রেখে; জীবন আর প্রকৃতির রূপরঙ বলতে আলাদা কিছু নেই কখনো ভাবিনি। জলহীন চোখের ভয় হাওয়ার পালকে উড়ে যাচ্ছি; নীরব তাকানোর ফাঁকে গলানো চাওয়া-পাওয়ার গ্লানি; আমার কিছু কাঙ্ক্ষা ছিল গোপন রাখিনি; ব্যাধিকষ্ট দু’চোখ ভরে, চুপচাপ আমি চোখের পলকে তুলে নেবো জলফল, হাসির টোল, দেহফুলসহ লুকানো বকুল, আরো... আরো কত কি! দেখবো সেদিন তুমি কি না বলতে পারো...

আবেগ বেড়ে গেলে, কেনো যে বেড়ে যায় হৃদকম্পন ধারণা
নিরবতা ভালো থেকো আমিসহ, ভালো থেকো হারানো কান্না

No comments:

Post a Comment