Wednesday, January 27, 2010

শরীরের তিন-ভাঁজে-ঘাম

দৃষ্টিভঙি বদলাতে চাও ক্ষণে ক্ষণে... নিতান্ত এই যে আমি দুলছি মায়ার সুতোয়; তোমরা চোখ খুললেই পরে নিতে পারি সকল কামনারশ্মি... আমার সহায়ক কারা? কার সাথে এতো এতো মিশে থাকা-থাকি! এতো দিন তার সাথে থেকে কিছুই হলো না আমার। মন খারাপে দেহ রোগাসোগা; যারা আমার মতো মন খারাপের রোগে ভুগিতেছে, তারা আমার সাথে করবে না আপস, যতই ঢলতে চাও ডেটল সাবান শরীরের তিন-ভাঁজ-ঘাম...

আমার পাঠানুতাপ ডেটল সাবান, শরীরের তিন-ভাজ-ঘাম
দৃশ্যফেরা মানুষ কাঁধ ভরে হাঁটে; আমার ঘাড়ে শুধু দুর্নাম

No comments:

Post a Comment