ঘুম জাগলেই পর্দায় জানালা ঠেলে দৃষ্টি বাহিরে তাকায়; সারাদিনের রূপবর্ণগন্ধ জোড়াচোখ চাখে। আজ ভরা-রোদের, কিম্বা রোদভরা সকাল হবেই তো আলাদা অন্য সকালের চেয়ে। ঠিক দুপুরক্ষণ কাজে কাটে, আমার পায়ে কি বাজবে দুপুর; রোদের নূপুর। রোদের হাত-পা ধরে উল্টাতে-পাল্টাতে গিয়ে দেখি রোদের তীব্রতা ছায়া হয়ে লাফিয়ে উঠছে ফতুয়ায়, নীল বোতামে...
আমার হাতে দিনের শব্দ জমানো, তোমার পায়ে রোদের নূপুর ঝরে
পৃথিবীর পথে যেভাবে রোদ হাঁটে, ছায়া হাঁটে চলো তারই হাত ধরে
No comments:
Post a Comment