চুড়ির শব্দও বাজে না, নূপুরের শব্দও ফোটে না পায়ে। তোর পাশাপাশি বসে দূরের দুঃখ ভুলিবার জাগে সাধ। স্বপ্ন উপুড় করে রাখি। কী আছে কী নেই এমন কাঙ্ক্ষা দীর্ঘকাল জাগে... জাগে জলে ভাসার হালচাল। দেহের বহুরূপে খুঁজি পাঁজরের রক্তপাত; আমাকে কিছু শিখাও জলানুভব... ও জলের করাত...
চুড়ির শব্দও বাজে না, নূপুরের শব্দও ফোটে না পায়ে। চাই কালো দাগ ছুঁতে
তুমি জলের গ্রীবায় দাঁড়িয়েছো; আমার সকল আশা কেটে নাও জলের করাতে
অনেক সুন্দর!!
ReplyDelete