Wednesday, January 27, 2010

জোড়া চোখের নিঃশ্বাস

আমার রাত্রিকথা বেঁচে থাকার কাঙ্ক্ষা চিরে উঠে দাঁড়ালো চিরায়ত রক্তকণিকার ভেতর, কাঙ্ক্ষা ঠেলে যেতে যেতে শেষ যাত্রার ফাটল খুলে সঞ্চয় করছি মৃতমুখের দেহাবশেষ... তুমি দীর্ঘায়িত রাশিভেদ। শূন্যে ঝুলে থাকা আরো আরো একটি আশা। আমি কি শিখেছি ধরার কৌশল, জানার অধিকার। একবার বলে যাও, ও-জোড়া চোখের নিঃশ্বাস, আমাকে প্রশ্রয় দিয়ে দিয়ে নিরাশার চোখে ঢালবে কি জল, পোড়াবে কি দেহাবশেষ...

রাত্রিকথা সঙ্গীতের চেয়েও মধুময়; অ-পরিচিত রেখায়
ও-জোড়া চোখের নিঃশ্বাস? প্রসারিত হও রাত্রিডানায়

No comments:

Post a Comment