যে একটুকরো মাংসের সাথে মিশে আছে সাদা রঙ চর্বি, মাংস থেকে খুলে নিলেই তরতরে কাঁপে নিস্তেজ পেশী! পেশীর ফাঁকে ফাঁকে যে রক্ত মিশে থাকে, ওই রক্তের ভেতর হাজারবার খুঁজে ফিরি স্মৃতিকারখানা; দু’হাত ভরে আমি তাকে আদর করি। রক্তের সাথে বের করে ফেলি তিনটুকরো মাংসের দীর্ঘশ্বাসসহ পুরো নাড়িভুড়ি। আমার কাটা আঙুলের রক্তের সাথে মিলিয়ে দেখি তার রঙ একই রূপরঙে রক্তারক্তি- ছোঁয়াচে টিটকিরি...! বলি- তুমি আমার নাগাল পাবে না। প্রিয় আঙুলের দোলা...
দেহের আড়াল খুললেই আমিও হারাই; হারায় রাশি ও গ্লানি
তোর সঙ্গ দিতে ইচ্ছে-কাঙ্ক্ষা খাড়া দু’টি পা; কিন্তু পারিনি
No comments:
Post a Comment