Wednesday, January 27, 2010

বাইপাস- সার্জারী

আমাকে গ্রহণ করো স্বেচ্ছায় কারণ কালো চশমাটা খুঁজে পাচ্ছি না আজ, তাকে পেলেই সকল আয়োজন। হতো আমাদের কান্নারও ভোজ। কিছুই হল না আজ! কিছুই হল না কাজের কাজ... তবুও জানি কান্নাকাটি করাই মনের কারুকাজ! পাখি কি কান্নার ভাষা বুঝে? কেনো যে অন্ধকার রাত্রি আমার নিয়ে ঘুমোতে চায় না; খোলা জানালার ফাঁকে ফাঁকে ঢলে পড়ে সিম্ফনি; কি যে করি... অন্ধকার-সিম্ফনি- যদি পারো করে নাও মনের বাইপাস-সার্জারী...

কখনোই আমি কালো চশমাটা পরিনি, সকল দৃশ্য যেন প্রাণহীন লাগে
হয়ত আমাকে পরে নেবে অন্ধকার-সিম্ফনি, প্রস্তুতি তাই পর্বটা আগে

No comments:

Post a Comment