হৃদয়ের সাথে পাথরের মিল দেখে, নিজেই হয়ে গেলাম এক কঠিন পাথর। বন্ধুগণ, পাথর কি বুঝে মন, পাথরের সাথে কি মন খুলে বলা যায় কথা? ... তোমরাই সিদ্ধান্ত নাও। আমার সঙ্গ করো ত্যাগ... অনেক কথা বলে ফেলা মনের স্বভাব, অনেক কথা ভুলেও যাই সহসা। এই যৌথমন, ছায়াও পুরাতন তবু আমার পরিচয় করছে বহন। মনে না-থাকা স্বভাব; যদি পারো দয়া করে যাও একবার...
না-বলার স্বভাবে হৃদয়ের সাথে পাথর-সম্পর্ক বড়ই মধুময়
কিছু আশা তার সমীপে পাঠাবো বলে লিখে রাখি হৃদপর্চায়
No comments:
Post a Comment