নাহ্ চোখের ভেতর আর বিশ্বস্ত থাকা গেলো না! তবুও বন্ধচোখে আস্থা খুঁজি, খুঁজি সংশয়। হঠাৎ ছুটে আসা কান্নারা সতর্কভাব নিয়ে আশা জাগায়। বললাম- ধার দাও, যতটুকু চাও, ভালো থাকা আমার। না-হলে যত্নে-প্রযত্বে কান্নাদের প্রাণ ফোটাও। তোমার নাম ধরে বাঁচি! তুমি জলফুল কি-না কে জানে...
না-বললেই কি দূরে ঠেলে রাখা যায় দ্বিধা; দেয়ালঘেঁষা বইপত্তর
পাশে দাঁড়ানোর নারী ইচ্ছায় জাগে কি জাগে না ভালোবাসাটাসা
No comments:
Post a Comment