পরিষ্কার বুঝা যাচ্ছে দেহের খলবল ক্রমশ বাড়ছে... গতি-কৌতূহল নাচিয়ে তুলছে বাধা ও ভীতি, আমাকে তাতিয়ে রাখছে সব অনুভূতি... প্রতিশ্রুতি আমাকে ধাক্কা দিলেই সব নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অনুভূতির আঘাতে! গাছের ছায়া আর খাড়া রোদের ভেতর জমিয়ে রাখি অশ্রুবিন্দু, ভয়ভীতি...
আমার ভেতর আমাকেই চাষ করি যাহা কেউ জানিলো না
আমার ভেতর তোকেও পুষি আড়াল থেকো না প্রিয়বেদনা
No comments:
Post a Comment