সন্ধ্যা ঘনালে আমার সকল পথ সহজে বাঁক নিতে চায়, দেহগাছের মহিমায়। যেন মড়ক ধরেছে মিথাইলের ঝাঁকসহ গ্রহণের ভাজে। রসায়নপাঠ কি আর কবিতা বুঝে? কবিতারা বুঝে কি অণু ভাঙলে কেনো অসংখ্য পরমাণু মিলে! এইসব বেহুদা কথা। বাস্তবতা মানে প্রাণবায়ুর ভেতর শাসিয়ে নেয়া; নৈকট্য শৃঙ্খলা! মড়কে জিইয়ে রাখা বর্ণমালা আর বাক্যকৌশল যত ঠকিয়েছে ... শেষ পরাজয়ে আমিও একেলা...
সন্ধেভাষা কি মন বুঝে, ক্ষণ বুঝে, বুঝে কি রাত্রিবেলা
ও-বর্ণ, ও-বাক্য, ও... তাকাও আমি আর নই একেলা
No comments:
Post a Comment