Wednesday, January 27, 2010

ভাঙা- গড়ার ভেতর সম্পর্কস্থাপন

আমাকে তাড়িত করে নির্বাকজীবন আর শ্মশানের হাওয়া। বলি- অপেক্ষা তুমি, জোরেশোরে হাসো, চেয়ে দেখো অপেক্ষায় কীভাবে মৃত্যু হচ্ছে আমি সহ পড়শির অপয়া ছায়া। কেনো যে পাও ভয়, কেনো যে দাঁড়াও সরে... না-পাওয়ার দূরত্ব যতটুকুই হউক; শ্মশানের হাওয়া...। বলি, মন খুলে তেভাগা করো, দেখবে শেষরাত্রির ঘুমের ভেতর তার স্থায়ীত্ব বেড়ে যাবে হাজার গুণ...

ময়দান আর শ্মশানের হাওয়া তো একই; ব্যবধান কবরের হাওয়ায়
কবর সে-তো নিশ্চিত অন্ধকার; দু’ফোঁটা জল ছিটিয়ে দিও পরিচয়

No comments:

Post a Comment