Wednesday, January 27, 2010

আঙুল ফল চাষ

বুকের ভেতর আটকে যাচ্ছে দম! তুমি চিন্তা থেকে সরে দাঁড়াও প্লীজ...। দেখি তো আমি আঙুলফল চাষে খুলে যায় কি-না দেহের কুণ্ডুলি। এমন পদক্ষেপ অনাধিকারে খাড়া হতে থাকে, বদমেজাজে। মন খারাপ করে থাকা, হয়ত একদিন এসেছিল অতি গোপনে, বৃষ্টির পাশাপাশি। আর তুমি কি-না বারবার বলো- অপেক্ষা করো। একদিন ঠিকই তোমার উপলব্ধি জানিয়ে দেবে আমার অনুপস্থিতি...


কিছুই শিখিনি আমি- হেঁটে হেঁটে উঠতে শিখেছি শুধু সিঁড়ির ধাপ...
ও-আঙুলফলচাষ; আমাকে কি শেখানো যায় না দেহ-কুণ্ডুলি-আক্ষেপ

No comments:

Post a Comment