হাওয়াফুল আর আমি হাঁটছি কাছাকাছি। আরেকটু এগুলেই অন্ধকার! এই অন্ধকার আমার একার হলেই ভালা হতো; আমার ধারণা অবসরে ফিস্ ফিস্ আকাশবাণীরাই আমার প্রিয়সহচর; কিছু বুদবুদ দেখে আমাদের প্রস্তুতি ‘বিষাদসিন্ধু’ জলকেলি... দু’চোখে এতো বিশ্বাস এতো টানাটানি; নিবিড়স্পর্শ কেড়ে কে আজ খেয়ে ফেললো তিন ফোঁটা চোখের অনুতাপ; চার ফোঁটা ক্ষয়িতজলবিষ। আহা অন্ধকার! তোমার তিলফুল সর্বাঙ্গসুন্দর...
হাওয়াফুল তুমি কি দেখেছো, অন্ধকার কতোটা ছিল ঋণী
অবজ্ঞা করো না প্রিয়সহচর, সোয়াদ জাগে কি নিদ্রামণি
No comments:
Post a Comment