হৃদয়সংহিতা, তুমি বলতেই পারো করাতকথা! সে কিনা আজ ধারে ভারে দু-দিকেই কাটে। করাতের ধার ছুঁতে আমিও হই কাঙালপনা। ওই করাত স্পর্শ তুমি ঠোঁটে পরো। অনুভব করো। জানিবার চাও। কতটুকু গভীরে পৌঁছালে পাবে স্পর্শ অধিকার। পাবে নিশানা সহজ হবার...
করাতকথা! পাঠ ভালোই জানে জল, বরফ আর কাঠ
তুমি কাঁদলেই দেখি আমার চোখে দাঁড়িয়েছে বৃষ্টি-টাট
No comments:
Post a Comment