Wednesday, January 27, 2010

গালভরা হাসির টোল

সারাদিন অনেক কথা বলি- আমার শ্বেতাঙ্গিনী বন্ধুটির কান শোনে, চোখ দেখে, টের পায় নাক, জিহ্বায় স্বাদ নিতে-নিতে বোবামুখ সবই সহ্য করে ঠোঁটে। তাঁকে শিখাইনি আমি মন পিষে নেয়ার কলাকৌশল। ইচ্ছে করে আমিই মন পোষে অনন্তকাল কৃষ্ণ হয়ে বাঁচি শ্বেতাঙ্গিনী রাঁধার ঘোরে...

সেও রেখে-মেখে যায় তিন কিলোমিটার দূরত্ব! হয়ত আগামীর
এমন ভাবা ঠিক কিনা, কে জানে- পরিত্যক্ত অসুখ যে আমার

No comments:

Post a Comment