পথে পথে বাউরি বাতাসে চুটিয়ে বেড়ায় যে স্মৃতি এ-কার লাভস্টোরি! কেনো যে নিঃসঙ্গতা ঘুমায়নি সারারাত! জটিল জীবনকথা আর অঝোর-শ্রাবণ, তোমাকে ভুলিয়ে-ভালিয়ে রাখার টান-তেষ্টা নাই বলে পৃথিবীর বেঁচে থাকা ঠিক কি-না কে জানে? আমার সকল আয়োজন অল্পকালেই বেঁচে ছিল কারো কারো হাসিফুলের ছায়া মেখে। তোমার ছায়া ভরে আমার কাঙ্ক্ষা উড়ে যায় দূরে। যদি কখনো দাঁড়াবার সাহসও, বলো, ধন্য হবে পরানখানি...
এখনও আমি স্মৃতিভার নিয়ে মেলামেশা করি, লেখার টেবিলে
ও-হাসিফুল, তুমি ঝরে পড়ো আধো-আধো চেনা দৃশ্যে-মুকুলে
No comments:
Post a Comment