Thursday, January 28, 2010

আশা-কাঙ্ক্ষা-যৌবন-আকর্ষণ

আশা ছিল, কঠিন পাথরের মতো এলোমেলো। ভাবতাম হয়ত-বা আমিও মনের জোরে হবো নির্ঝরস্নান; স্বপ্নাপ্লুত হাওয়ার ভেতর ‘অন্য কারো মন’ জড়িয়ে পেঁচিয়ে রাখছি রক্তমাংসের প্রত্যেকটি ক্রুদ্ধশাসন। ছুঁব ছুঁব করে আর ছুঁয়া হল না বোধি-স্বপ্নকথা...। আবেশি, কী করে যে বলি- কেনো মুখ ফিরিয়ে নাও বিষের বাঁশী; সেকথা ভাবলেই আমার গণ্ডেপিণ্ডে লেগে থাকে পাতাবাতাসের গান...

অন্ধআবেগ বিছিয়ে রাখছি। পর্দা সরাও, দেখে নাও পুরনো স্বজন
বদলাচ্ছে তোমার সকল আশা-কাঙক্ষা-আকর্ষণ... আহারে যৌবন!

No comments:

Post a Comment