Thursday, January 28, 2010

তোমার সরলতা গ্রহণে

সাহস দাও বলেই তাই পাশাপাশি বসি, সুযোগ পেলে বলি দু’একটি কথা। মনে জাগে অভিলাস, জানার শেষ অপেক্ষার বিষগুলো ঠোঁট ঘুলিয়ে দাঁতের ফাঁক ফোকরে ফেটে পড়ছে দেখে তুমিও পান করাও হাওয়াভরা দু-চোখের ইশারা। এটুকুই জানি তবুও মনে হয় নিরুপায়। সাহসের উপর ভর রেখে ইদানিং একটু অগোচরে কাটছে সময়... ‘শুরু থেকে যদি’...

সাহস ক্ষণে-ক্ষণে খুঁজে নতুনত্ব, আর কাকে খুঁজে কে জানে
বিষদাঁতগুলো আজও ঠোঁটে ফুটেছে তোমার সরলতা গ্রহণে

No comments:

Post a Comment