তীব্র ভেদাভেদ আর জানার আবেগ কতবেগে চলে; ভাবলেই আমার দৃষ্টি সেলাই করতে চায় অর্ধেকচিন্তায়! দৃষ্টিপাঠে ঢুকবার কথা ছিল আরো কতো আগে; সময় আমাকে সহায়তা করেনি, কিংবা সময় আমাকে সে স্বাধীনতা দেয়নি! আমাদের সময়ের উপর দিয়ে হেঁটে গেলেই তো ভালো; সহ্য করো না তুমি বিষাদ-চিরন্তন... পরস্পর বিয়োগ হলেই তো পাবো ফলাফল...
এমন ভেদাভেদ হয়তবা কখনও বিব্রত আর বিভ্রান্তি ছড়াবে
দৃষ্টি সেলাই হলেও ফিরবো ডেরায়... তুমি কি তখন পালাবে?
No comments:
Post a Comment