ঠিক দুপুর বেলা ‘হা-হা হিহি’ করে নিরবতা পরে নিল ছায়া গাছপালা, আমি নিরবতার ভেতর খালি পায়ে হাঁটি; মাটির ঘ্রাণ মেখে ভরে যাচ্ছে প্রাণ, মাটির রস টেনে নিচ্ছে পায়ের পাতা; কত দিন হল মাটিতে ফেলি না পা! ততদিনে বেড়ে গেছে মাথার প্রেসার, ডাক্তার বলেছে এ-বয়স তুমুল আড্ডার; এ-বয়সে রক্তচাপ বাড়বে কোনো! ‘রাতে কি ভালো ঘুম হয় না’? সে কথা ভাবি- আর একা একা হাসি হাঁটার পাশাপাশি...
আমি হেঁটে গেলেই নিরবতা আমার পেছনে পেছনে ছুটে
আমি হেঁটে গেলেই ছায়ার ঠিক দুপুরও তৃষ্ণা খায় লুটে
No comments:
Post a Comment