দীর্ঘরাত্রি জেগে থাকি দীর্ঘদিন বেঁচে থাকার আশায়। আশায় আশায় ফেরি করি আবেগী ইতিহাস। তোমার শ্বাসের ভেতর মিশে যেতে যেতে হৃদপোড়া বিষে কেবলই অবগাহন করে উঠি অষ্টপ্রহর। কেন যে হারানো মুদ্রার মতো সরে দাঁড়াও আর নতুন জামার ঘ্রাণ হয়ে লেগে থাকো অস্তিত্বময়। হারানো মুদ্রা, ঘ্রাণ এইসব গুনে গুনে অবশেষে আমিও পোড়াবো সকল অনিবার্য...
অপেক্ষায় নয় দীর্ঘরাত্রি জেগে থাকি দীর্ঘদিন বেঁচে থাকার আশায়
যে পোড়াবিষে ধ্বংস আমার অনিবার্য তাকি তোমাকেও পোড়ায়?
No comments:
Post a Comment