বেরুবার রাস্তা পেলে সহজেই ঢুকে যেতে পারি কোনো কথার ভেতর। আমাকে ক্ষণে ক্ষণে চিনে রাখে দূরের হাওয়া। কথারা অবিরাম উজানস্রোত বেয়ে যায়; আমাকে জড়িয়ে ধরে কারো হালকা-ভারি বেদনা। দুঃখও গুটিয়ে রাখা যায় আপন মহিমায়। যদি জাগ্রত হয় শক্ত হাওয়া এই হাওয়ার ভেতর আমি চোখ খুলতে পারি, স্মৃতি-স্বপ্ন খুলতে পারি না...
অতি সহজে যদি খোলা যেত দেহের ভাজ ও ঘ্রাণ
দুঃখ গুটাতো সহসা; আশাকথা হত না অপেক্ষমাণ
No comments:
Post a Comment