Thursday, January 28, 2010

ভুল টার্মের হাত ধরে আসা ধারাবাহিকতা

যদি শরীর থেকে আলাদা করা যেত ঘুম; আলোর ভেতর থাকা যেত বেশ; তুমি বলতে থ্যাংক’য়ু। বলতাম বেশ তো আছি শোনে যাও, দেখে যাও পরমায়ু। ঘুমের আমেজ কখনো জ্বালায়, কখনো পোড়ায়। তবুও ভালো আজ সে হারালো দূর কুয়াশায়। ভাবতে পারো তুমি এ-জীবন! পুরোটাই ভুল টার্মের হাত ধরে আসা ধারাবাহিকতা...

একটাই জীবন, তা কি ছায়ার ভেতর বেঁধে রাখা খুব কঠিন?
জীবনবাবুর মতো আমারও কাঙ্ক্ষাফুল ‘নাটোরের বনলতা সেন’

No comments:

Post a Comment