বাল্বের পাওয়ারটা শূন্যের ঘরে রেখে যখন ঘুমোতে যাই রিমোটকন্ট্রোলহীনভাবে স্মৃতিরা অন্ হয়ে যায়, মনে হয় বুকের ভেতর জ্বলছে ‘হাজার ভোল্টের তার’... চন্দ্রিমারাতে আমার ছায়া আমাকে নিয়ে চলে, আমি একা-একা হারাতে চাই ছায়াহীন রাতে...। শোকোচ্ছ্বাসের ভেতর যে কান্না জমে, আমি তাদের ভালোবাসায় বশ করি, বসাই কোলে-কাঁখে। স্ববেশে আসা যত কথা... দীর্ঘশ্বাসেরও একটি ঘ্রাণ থাকে...
দীর্ঘশ্বাসের ঘ্রাণ আর ঘরভর্তি অন্ধকার না-হলে ঘুমোতে পারি না
এই, এই যে টিপ দিলাম রিমোটকন্ট্রোল। বন্ধ হও, বন্ধ হও কান্না
No comments:
Post a Comment