আমাকে বিদ্রুপ না-করাই ভালো। অতঃপর বলো- কতটুকু বুঝলে হেলানো দেয়াল ভুলে? বিদ্রুপ ছুঁড়ে দাও, দেখো কে বেশি দুঃখে মিশে থাকে, কে বেশি খুঁজে হারানো পদচিহ্ন। আমি তো আছি, না-চাইলেও পাশাপাশি...। যতদিন রোদফল হাঁটাহাঁটি করবে দেয়ালে-দরজায়-জানালায়, তাকানোর ফাঁকে লুকানো রবে চাওয়া-পাওয়ার গ্লানি; আমার কিছু ছিল কাঙ্ক্ষা গোপন রাখিনি...
এ জীবন খুবই প্ররোচনাময়; গোপন স্পৃহা প্রকাশ করিনি
করাত কলের পাশে একাই ধরে রাখি জল আঙুলের গ্লানি
No comments:
Post a Comment