Wednesday, January 27, 2010

একা দাঁড়িয়েছি আমি আর যৌবন

কাগজ কলম পাশাপাশি; আমিও বসে আছি। সিগ্রেটের মাথায় শব্দজট খোলার গন্ধ। নীলকালি শাদাকাগজের ভেতর দিলাম লম্বা এক টানÑ কী হয় এখন? সরলরেখা! সরলরেখার ভেতর একাই গাঁথছি বন্ধন; হেফাজতে রাখছি শরীর রেখায় অবশ-করা কামরঙাদিন। ঐভাবে আর কত ধরে রাখা বন্ধন ব্যক্তিক জীবন? লম্বা টানের ঠিক মাঝামাঝি আঁচড় ফোটালাম- দুইরেখা মিলে হলোটা কী? মন বলছে সন্ধি, আমি বলি মিলন...

দুই রেখায় মিল ভাল; একা দাঁড়িয়েছি আমি আর যৌবন
বয়সটা দড়িদড়ার শেষটান; জীবন সিগ্রেট-চায়ের মধ্যক্ষণ

No comments:

Post a Comment