Wednesday, January 27, 2010

দেহাকর্ষণের পূর্ণদুপুর আমাদের

মনের সাথে কিছু স্নেহরঙিনকথা দাঁড়িয়েছে চুপচাপ, দৃষ্টিগ্রাহ্য করো না প্রিয় অপরিচিত কথা, খুলে ধরো যত সন্দেহ, খুলে পড়–ক যত গ্লানিবোধ দেহঘেঁষা পুরো দাগ। স্নেহরঙিনকথা আমাকে খুন হতে বলো না তোমাদের লজ্জায়। ও-ডানার হাওয়া, ও-দূরের আবদার! কেনো যে আমাকে পরাও ধসে পড়া তিনখানা ভাব! কী দরকার, কেনো যে মাপতে বলো কঠিন অনুতাপ! প্রতিটি আঙুলই আমাকে শিখিয়েছে অনুভবের আলাদা ভাষা...

রঙ-বোনা; স্নেহরঙিনকথা; খুলে যাক ঘোর অন্ধকারে
মরচেপড়া সামাজিক চোখ কোনো যে হাঁটে বন-বাদাড়ে

No comments:

Post a Comment