সকল নিয়ম আমার সাথে সর্দারি করে! তাদেরই একজন দৃষ্টি-জঙ্গলে পেল কিছুটা আদর... অ-পরিচিতজন সফল হলো পুরনো আদলে; অ-পড়শিরে ডেকে বলিল- শোনো, শুরু হলেই গো সমাপ্তির কথা আসে; সময়ফুল তাই বলে! নাকি অগোচরে খুলে দিয়েছো ভাঙন! তাবৎ বন্ধকপাট?... এই ভয়ে আমি হারাতে চাই না আর কারো চোখে চিরকাল; এ-লক্ষ্যে তার লাটিম ঘোরানো চোখটা দেখলেই ভষ্মফুল কেঁপে উঠে ভয়ে...
একা থাকলেই কি হতে হয় কারো মোহে বিলীন
ভায়োলিন না-বাজালেও চলে বাজাও মাউথঅর্গান
No comments:
Post a Comment