শিকল পরালে কি সকল অধিকার জল গলে নদী হবে? কিংবা নদী গলে জল? মৃতআত্মার গ্রহণ হউক চুপচাপ ... তোমাকে পাবার কাঙ্ক্ষা কাটাতে গিয়ে ক্ষুধার্ত আমিসহ হাতের রাশি- একা বসে থাকলে সেও ভালোমানুষের রূপ ধরে! আর তুমি ওই মুখে রেখে যাও কল্পনা... শব্দের ডালে বাজে হাতের চুড়ি! কিছুই জানলে না তুমি রহস্যময় পাতা...
চোখের শর্ট-রেঞ্জে জল ফরওয়ার্ড হলে আমিও চোখে শিকল টেনে ধরি
শিকলপরা সব অধিকারই হারানো চাবিসিন্দুক ভেবে-ভেবে ফিরি বাড়ি
No comments:
Post a Comment