কোথায় যাব? শ্বাসের ভেতর কার জন্য হয় দীর্ঘ অপেক্ষা। সান্ত্বনা ভরদুপুরে এঁকে রাখে কাচের চাদর! সে কি ‘নারীরূপাকার ছায়া’ উদাস সময়! জিন্সপ্যান্ট-জুতা একটি হলেই হল; জানি না আমার চেহারার সাথে কোন কোর্তাটা মানাবে ভালো; আয়নায় দেখি না মুখ কতদিন হল! শার্ট পরা ছেড়েছি বছর দশেক হলো। এই যে বোতাম লাগানো আর খোলা ভাল্লাগে না আমার...
কোথায় যাব আজ? ভাবতে ভাবতে কোথাও যাওয়া হল না
আজ নদী ও নারীর কাছে যাবো, তাদের কাছে মিলে সান্ত্বনা
No comments:
Post a Comment