Wednesday, January 27, 2010

দিনের স্মৃতি খুন হয়

আমাদের বিষণ্ণতা অপরাজয়। যার জন্য সারাদিনের স্মৃতি খুন হয় একই জায়গায়! আমি যদি দুর্বল হতে থাকি পায়ের তলায়। বাধা নেই, সময় আমাকে আলাদা ভাবতে শিখিয়েছে, আপন মনের ভেতর মন খুলে ফেলা যায়। শুধু জানতে হয় একটি আদর-চিহ্ন কতদিন বাঁচে, জীবদ্দশায়। আর কতদিন সৌরভ ছড়ায়? আমাদের জীবনগ্লানি যেদিন ছুটি পাবে- দেখবো প্রতিশ্রুতি কার নাম লয়...


শুধু জানতে ইচ্ছে হয় আদর-চিহ্ন কতদিন বাঁচে
চন্দ্রিমা রাতে আমারও জীবনগ্লানি মন খোলে নাচে

No comments:

Post a Comment