Wednesday, January 27, 2010

বুক খোলা দেহের ত্রাস

সারসত্যকথা নিজেদের বিশ্বাস, জানে কি ভরা-ছায়া-মরা-গাছ, একান্ত ব্যথাবিশ্বাস নিজের সাথে মানিয়ে নেয়া কি সহজ? হাড়ের সম্পর্ক বেমানান বলবো না, হতে পারে দ্বন্দ্ব ভেদাভেদ দৃষ্টিভ্রমসহ কঠিন কাজ। স্বতই আমি পাঠ নিচ্ছি বুক খোলা দেহের তাস! ... সকল সঙ্গ করিয়াছি ত্যাগ; ক্ষণমুহূর্তপ্রহর নিজ জিজ্ঞাসার ভেতর নৈঃশব্দ প্রিয়বোধ... ঘাসফুলে বেঁচে থাকে আশা, ইচ্ছেমৃত্যুসহ জানার হৃদয়...

ফিরতে ফিরতে আর ফিরলো না বাঁকানো সারসত্যকথা নিজেদের বিশ্বাস
কথা ও ঘটনা তুমিও কি জেনেছো? কেনো হয় বুক খোলা দেহের ত্রাস!

No comments:

Post a Comment