Thursday, January 28, 2010

ঘাম ফুলের গতি বেগ

তোমাকে দেখা আর সম্যক উপলব্ধি করা- দুটি আজো অধরা। লুকিয়ে রাখছো কি ভয়, পুরো লোক-লজ্জা। সে প্রশ্ন রেখে গেল কারা? এ সব কথা কীভাবে বলি! আমি যে মজিয়াছি তাঁর একপলক ইজাজতের আশায়। কাজ শেষে পলকহীন শ্বাস টেনে বাড়ি ফেরা মানেই ক্লান্তভার ঠেলে ঘামফুলের গতিবেগ আগলে রাখা। একাকী বসতি তাই মনের উপর জাবর কাটছে শ্রীনগর, খননপিপাসা; ইচ্ছেকথা তুমিও বুঝে নাও ক্লান্তিহীন আমি এককাপ চা...


অসম-মন-ঘড়ি, আমাকে সম্যক উপলব্ধি করো না আর
ক্লান্তদেহ মানছে না আর, মুক্তি দাও... মুক্তি দাও এবার

No comments:

Post a Comment