অপেক্ষা আর সময়ের সংঘর্ষ... সে-তো বারোমাসি ফল। অপেক্ষা-অনিশ্চয়তা শুধুই আমার। অপেক্ষা অধিক নীলাক্রান্ত হতে দেখে মনে হল সবইতো আমাদের; সময়েরই প্রেম। সময়ের ফাঁদে পড়ে রাধামন উচাটন... প্রিয়পরাজয় তাকেও ছুটি দিয়েছি অনিচ্ছাভ্রমে আগতযৌবনে; ভালোই আছে সে অনাথ মন...
তুমি অপেক্ষা করো, আমি চেষ্টায় আছি দেখি ফিরেনি সময়
মন তুমি কেনো চাও না, ফিরে আসুক আবার প্রিয়পরাজয়
No comments:
Post a Comment