Monday, January 25, 2010

সরে যেতে যেতে স্পর্শ বরাবর রক্তাক্ত হই

হতবাক ফুলের কাছে দুঃখ তোলে রেখে তোমার স্পর্শ বরাবর দাঁড়াতেই রক্তাক্ত হয়ে উঠে দশানন। চুপচাপ ভাগাভাগি করি দশ অঙুলে ফোটে থাকা হতাশ ফুলের সঙ্গতাড়না। আপন মনে জোড়া চোখে চিরকাল বেদনায় রঙমাখা, জোর করে দূরে ঠেলে রাখা কিংবা হঠাৎ ছুটে আসা মেঘকান্না বেশিদিন ধরে রাখা যায় কি সহজে! সময় ছিঁড়ে বাড়াই সহযোগিতার হাত। শোবার ঘরে করি পায়চারি। চোখ বিব্রত হলে ভয়ে বাড়াই পা...

হতবাক ফুলের কাছে দুঃখ তোলে রাখার কৌশল... নিজেরই দীর্ঘপ্রত্যাশা
আপন মনে চিরকাল বেদনার রঙমাখা- সহজকীর্তি, জলবোনা পিপাসা

No comments:

Post a Comment