মনকাহিনী বারবার আমাকে স্মরণ করিয়ে দেয়, কীভাবে ইশারাকথা বুঝে নিতে হয়। আমার অক্ষমতা করুণাশ্রয়ে যতোবার পেতেছে হাত, তিন ঘণ্টার অনুতাপ। আজ না-হয় কমিয়ে নেই। সে কথাগুলির আঘাত। ‘এগোতে-পেছোতে’ গেলে দেখি মাটির ঘ্রাণে মিশে থাকে গুঁড়ো গুঁড়ো জলের দাগ! মনে পড়ে যায় খাবার টেবিলে, ঘ্রাণ ওঠা ভাতে... সাজানো বিষের থালায়...
ইশারাকথা মন ফিরিয়ে নিস্ না, যতক্ষণ না-মিটে জলের দাগ
আমার সাজানো কথার ভেতর তোর সর্তক চোখের অর্ধেকভাগ
No comments:
Post a Comment