বাইসাইকেল প্রীতি আমার বন্ধু-প্ররোচনা খুশিতে দাঁড়ায়। উৎফুল্ল আমাকে মাঠে নিয়ে যায়। কোলে পিঠে রাখে, সোহাগে আদরে ভরে তোলে সারাটা দুপুর। আদর আর সোহাগের তীব্রতায় দুজন ছিটকে পড়লাম মাটিতে। বাইসাইকেল বন্ধুটির কিচ্ছু হয়নি, আমার হাঁটু কেটেছে পচা শামুকে। বাড়ি ফিরে মাকে বলিনি বাবার ভয়ে...
আজ হাঁটুর কাটা দেখে মনে পড়ছে বাইসাইকেল বন্ধুর কথা
যদি ফিরে পেতাম শৈশব! হেসে-খেলে শেষ হত জীবনব্যথা
No comments:
Post a Comment