Monday, January 25, 2010

রাত্রিফুল, ব্যথাফুল কমপ্লেক্স

যাবার দিনে দুয়ারে বাঁধলি না কোলাহল। তোকে পাবো না বলে একা একা চারদেয়াল। আমিও দাঁড়াইনি কাল, বদলে যাচ্ছি পরস্পর! সে এক বিরাট কাহিনী অপেক্ষার কালোপাথর। ভাবতে পারিস দেহ-মন-চোখ-হাড়সহ রাতের অন্ধকার। অন্ধকার আমারও ভালো লাগে। ভালো লাগে রাত্রিচোখের গতিকে ভেঙে-চুরে দেখার। রাত্রিফুল, ব্যথাফুল ফুটলে সাজাই স্মৃতিকমপ্লেক্স...

রাত্রিফুল ব্যথাফুল ছুঁলে সামান্য দূরেও সইতে পারি না
অনিচ্ছা ভ্রমে সে-ও একা; দেহের ভেতর যত প্ররোচনা

No comments:

Post a Comment