Wednesday, January 27, 2010

দেহ মিনার ছুঁয়ে দেখো

দেখো আমাকে ফিরাতে চাও ঘুরানো কথায়! নিলীমায় কেনো যে বাঁধো না অন্ধসময়, তবুও সুরে, বে-সুরে বাজো দেহের মায়ায়। বেঁচে থাকা মানে আশা-যাওয়া-ভালোবাসা-টাসা। ছায়ায় রোপন করা কিছু স্নিগ্ধমোহ তুলে রাখার ছলটাও হতে পারে আত্মঘাতি বেশ, স্থির অবসাদ! তবুও জটিল হাওয়াদের আঘাত কী করে যে ছুঁয়ে দেখে বোবামন, দেহের মিনার! এই যে অতীত কেনো যে মিশে আছে চার পায়ে... হয়তোবা ভালোলাগা গেল বর্ষা জলে। মনধূসরতা ছুঁয়েছে কি ঘাসপাতা, তারও আগে পেয়েছো তো নরম মাটির ঘ্রাণ...


আমাকে ফিরাতে পারো জন্মাবধি, ফিরাতে পারবে কি কবরে?
দেহ মিনার ছুঁয়ে দেখো সরলতায় আমি হারাইনি বেশি দূরে...

No comments:

Post a Comment